শেরপুরে শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌঁড়ের অভিনব প্রতিযোগিতা
- আপডেট সময় : ০৬:০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- / ১৭১৮ বার পড়া হয়েছে
শেরপুরে শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌঁড়ের অভিনব প্রতিযোগিতা। ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে টানা দুইমাস। প্রতিযোগিদের উৎসাহ দিতে প্রতিদিনই হাজারো দর্শক হাজির হন কদমতলির কৃষি ক্ষেতে। এমন আয়োজন দেখে খুশি দর্শনার্থীরা। আর আয়োজকরা জানালেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও ঐতিহ্য ধরে রাখতেই এমন আয়োজন।
শেরপুরের শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নের কদমতলি কৃষি ক্ষেতেআয়োজন করা হয়েছে গ্রাম বাংলার এ ঐতিহ্যবাহী গরুর দৌঁড় প্রতিযোগিতা। অভিনব এই প্রতিযোগিতা ঘিরে পুরো এলাকাজুড়ে এখন উৎসব আমেজ।
চারটি ষাঁড় ও গরুর সাথে দুটি মই নিয়ে তৈরি হয় একটি দল। নাম গরুর দৌঁড় হলেও দলে দুইজন চালক থাকেন নিয়ন্ত্রক হিসেবে। আগে প্রতি বছর এই সময়ে জেলার বিভিন্ন জায়গায় এমন আয়োজন হলেও, এখন আর সচরাচর দেখা মেলে না। তাইতো হারিয়ে যাওয়া গ্রাম বাংলার এই খেলা দেখতে দূর-দূরান্ত থেকে আসছে হাজারো দর্শনার্থী।
এমন প্রতিযোগিতা দেখে আনন্দিত আশপাশের মানুষ। তারা জানান, ঐতিহ্যবাহী এসব খেলা বেশি বেশি হওয়া দরকার।
প্রতিযোগিতারা জানালেন, বাপ দাদার আমল থেকেই এ খেলায় যুক্ত তারা।
আর আয়োজকদের দাবি, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী এ খেলা তুলে ধরতেই এমন আয়োজন।
দুই মাসব্যাপী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে শেরপুর, জামালপুর, ময়মনসিংহসহ বিভিন্ন উপজেলার ১৬টি দল।