শেরপুরে দশানি নদী ভাঙনে বিলীন ফসলি জমিসহ বাড়িঘর
- আপডেট সময় : ০৫:৪০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
- / ১৮০১ বার পড়া হয়েছে
শেরপুরের দশানি নদী ভাঙনে বিপর্যস্ত চরাঞ্চলের মানুষ। গত কয়েক বছরে বাড়িঘর, গাছপালা ও ফসলি জমি ভাঙনে বিলীন হবার পর এবার হুমকির মুখে স্থানীয় বাজার, মসজিদ-মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনা। ফলে চরম আতঙ্কিত এলাকাবাসী।
শেরপুর সদর উপজেলার কামারের’চর ইউনিয়নের ৭নম্বর চরে গত কয়েক বছর ধরে দফায় দফায় দশানি নদীর ভাঙনে ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। বসতভিটা, কবরস্থানসহ আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
গেল এক সপ্তাহেই অন্তত ৫০ একর আবাদী জমি, ১০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীতে হারিয়ে গেছে গ্রামের প্রায় কয়েক কিলোমিটার কাঁচা সড়ক।
প্রতিবছরই নদী ভাঙন দেখা দেয়। তবে এবার ভাঙনের প্রখর অনেকটাই বেশি আর এতে ফসলি জমি ও বাড়িঘর হারিয়ে চোখে মুখে অন্ধকার দেখছে ভুক্তভোগীরা।
এবার ভাঙ্গনের মুখে পড়েছে ৭নং চর বাজার, সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ মিনার, কবরস্থান, হাফেজীয়া মাদ্রাসা ও ৭০লাখ টাকা ব্যায়ে নব নির্মিত মসজিদ। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় নদীগর্ভে চলে যাবে সব প্রতিষ্ঠান।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো নদীতে ভেঙে গেলে শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে প্রত্যন্ত এ চরের নতুন প্রজন্ম; বলছেন অভিবাবকরা
ভাঙ্গন কবলিত এলাকাগুলো পানি উন্নয়ন বোর্ডের নজরে এনে ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্থানীয়
সট: রফিকুল ইসলাম, চেয়ারম্যান, শেরপুর সদর উপজেলা পরিষদ, শেরপুর।
ইতিমধ্যে ২’শ মিটার কাজের অনুমতি দেয়া হয়েছে, দ্রুত ঠিকাদার নিয়োগ দেয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।
দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।