শেরপুরে ঐহিত্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
- / ১৭০৭ বার পড়া হয়েছে
২’শ বছর পুরনো ঐহিত্যবাহী পৌষ মেলা হয়ে গেল শেরপুরে। পিঠাপুলিসহ বিভিন্ন মুখোরচক খাবারের পাশাপাশি আয়োজন ছিল গ্রামীণ খেলার। যা দেখতে ভীড় করে হাজারো মানুষ। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে এই আয়োজন।
ফসলের মাঠে গ্রামীণ পরিবেশে আয়োজন করা হয় পৌষ মেলার। বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের ঢল নামে শেরপুর নবীনগর পৌষমেলায়।
পিঠা-পুলিসহ বাহারি মুখোরচক খাবারের পসড়া সাজিয়ে বসে দোকানিরা। আর সব বয়সি মানুষ মেলা ঘুরে ঘুরে কিনেছেন নানান পণ্য। শিশুরা মুগ্ধ খেলনা কিনে।
মেলার-মূল আকর্ষণ ছিলো ঘৌড়দৌড়, কুস্তি, চেয়ারখেলা, বালিশখেলাসহ ১৫ রকম খেলা। হাজারো দর্শকের উপস্থিতি উৎসাহ বাড়িয়ে দেয় খেলোয়াড়দের। স্থানীয়রা জানান, বাপ-দাদার আমল থেকেই এই মেলা হয়ে আসছে।
নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতেই এমন আয়োজন, যা আগামীতেও হবে বলেও জানান এই আয়োজক।
প্রতিবছর পৌষের মাঝামাঝি ২শ’ বছরের বেশি সময় ধরে এই মেলার আয়োজন করে আসছে নবীনগরবাসী।