শেরপুরের ভীমগঞ্জে ধান ক্ষেত থেকে অটো চালকের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
- / ১৭০৪ বার পড়া হয়েছে
শেরপুর সদরের জঙ্গলদি ভীমগঞ্জে ধান ক্ষেত থেকে উজ্জ্বল নামে এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
পাবনা সদর উপজেলার গয়েশপুরে মাওলানা সাদেক আলী প্রামাণিক নামের এক মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাতিজা রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনা সদর থানার ওসি, কৃপা সিন্ধু বালা বলেন, বাড়ির সামনে বসে ছিলেন রবিউল। নিহত সাদেক আলী তার সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে।