শেরপুরের খালের পাড় সেতু পুনঃনির্মাণ না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে ১০ গ্রামের মানুষ। ১৪ বছর আগে পাহাড়ি ঢলে সেতুটি ধসে যায়। এরপর থেকেই ঝুঁকি নিয়ে বাঁশের সাকো দিয়ে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন অবস্থা থাকলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। তবে এলজিইডি বলছে, সেতুর এমন বেহাল দশার তথ্য জানা নেই তাদের।
প্রায় ১৪ বছর পেরিয়ে গেলেও সেতুটি আর পুনঃনির্মাণ করা হয়নি। তাই স্থানীয়রা ওই সেতুর উপর একটি বাঁশের সাকো তৈরি করে যাতায়াত শুরু করলেও তা বার বার পাহাড়ি ঢলে ভেঙে যায়। এতে করে দুর্ভোগে পড়েছে স্থানীয়রা ।
বাঁশের সাকোতে হরহামেশাই দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থীসহ পথচারীরা।
দীর্ঘদিন ধরে সেতুর এমন বেহাল দশার তথ্য এলজিইডি কর্তৃপক্ষের কাছে নেই।
এর আগে ঠিকাদারের গাফিলতিতে সেতু নির্মাণের ৪ মাসের মধ্যেই তা ভেঙে খালের পানিতে পড়ে যায়।