শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা
- আপডেট সময় : ০২:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
- / ১৬৬০ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সাঈদকে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি এই মামলা করেছেন। নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে তিনি এ মামলা করেছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে শুনানি শেষ হয়েছে, আদেশ পরে দেয়ার কথা জানানো হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এ ছাড়া অজ্ঞাত পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে। কোটা আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালালে গত ১৯ জুলাই বিকেলের দিকে মোহাম্মদপুরের বছিলায় আবু সাঈদ নামে ওই দোকানি নিহত হন। গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটিই প্রথম মামলা।