শেখ হাসিনাসহ ১৪০ জনের নামে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৪০ জনের নামে এবার হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বগুড়ায়।
মামলায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিবগঞ্জ উপজেলা সমন্বয়ক শাহীনুর ইসলাম আলামিন বগুড়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবগঞ্জ আমলী আদালতে এ মামলার করেন। আদালত শিবগঞ্জ থানার ওসিকে মামলা এজাহার হিসেবে গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দেয়ার আদেশ দিয়েছেন। গত ১৯ জুলাই শিবগঞ্জ পৌর এলাকায় সোনালী ব্যাংক চত্বরে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের নির্দেশে আসামিরা ছাত্র-জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ এবং গুলি চালায়।