শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আ. লীগ নেতা আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
- / ১৯১৭ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। ভোরে বরগুনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বরগুনা সদর থানার ওসি এ কে এম মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে পুলিশের একটি টিম এসে তাকে গ্রেপ্তার করে। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের কারণটি তিনি পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারেননি। গত ১২ আগস্ট শেখ হাসিনার সঙ্গে তিন মিনিট ফোনে কথা বলেন আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর কবির।