প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী শেখ রিজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটের মোড়েলগঞ্জের বনগ্রাম ইউনিয়ন পরিষদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট জেলা পরিষদের ১২ নং ওয়ার্ডের সদস্য এস এম কামাল হোসেন আয়োজন করেন। শনিবার সন্ধ্যায় দোয়ায় সামিল হন, জেলা আওয়ামীলীগ নেতা মিলন ব্যানার্জি, বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন চন্দ্র দাস, এস এম সেলিম মোল্লা, আবুয়াল হোসেন কাজীসহ গনমান্য ব্যক্তিবর্গও মোনাজাতে অংশ নেন। ১৬ নভেম্বর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী রিজিয়া নাসেরের মৃত্যু হয়।