শেখ হাসিনার অধীনে নির্বাচনে গেলে বিএনপির সাথে সংলাপে রাজি সরকার : কৃষিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ১৭৯১ বার পড়া হয়েছে
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে নির্বাচনে আসতে রাজি হলে প্রশাসনে রদবদল সংক্রান্ত বিএনপির দাবি মেনে নেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।
এছাড়া বিএনপির সাথে সংলাপ হবে না বলে সাফ জানিয়ে দেন কৃষিমন্ত্রী। সকালে চট্টগ্রামের রাউজানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন অনেক বেশি সুশৃঙ্খল। তাই পূর্বের মতো দেশে অগ্নিসন্ত্রাস করে কেউ পার পাবে না। এছাড়াও বিএনপির সকল অপতৎপরতা রুখে দিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।























