শেখ হাসিনাই সভাপতি, ওবায়দুল কাদের টানা তিনবার সাধারণ সম্পাদক
- আপডেট সময় : ০৫:২৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন দলটির বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দ্বীতিয় সর্বোচ্চ নেতা হিসেবে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বর্তমান সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (২৪ ডিসেম্বর) শনিবার বিকেলে জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সারা দেশের দলীয় কাউন্সিলররা শেখ হাসিনাকে পুনরায় সভাপতি ও ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
২০১৬ সালের ২০তম কাউন্সিলে নির্বাচিত হয়ে দশম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান ওবায়দুল কাদের। ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক হওয়ার পর তিনি দীর্ঘদিন গুরুতর অসুস্থ ছিলেন। এরপর করোনা মহামারিতে ঘরের বাইরে তার তৎপরতা খুব একটা ছিল না। এজন্য এই পদে পরিবর্তন আসছে বলেই দলের নেতাদের মধ্যে দু’তিন মাস আগেও বেশ আলোচনা ছিল। কিন্তু সম্মেলন সামনে রেখে তিনি গত দুই মাস জেলায় জেলায় দলীয় কার্যক্রমে অংশ নিয়েছেন। যার ফলও পেলেন আজ।