ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। এ নিয়ে ২২তম বারের মতো লিগ শিরোপা জিতলো আবাহনী।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি শেখ জামাল। ১০ রানে হারায় ২ উইকেট। পরে নিধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ২৮২ রান তুলে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৭০ বলে ৮৯ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। আবাহনীর হয়ে দুইটি করে উইকেট নেন তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে আবাহনী। উদ্বোধনী জুটিতে আসে ১৪৫ রান। পরে ৪৯ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান তুলে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। দলের হয়ে সর্বোচ্চ ৮১ বলে ৭২ রান করেন এনামুল হক। ৬৮ রান আসে মোহাম্মদ নাইমের ব্যাট থেকে।আফিফ হোসেন করেন ৬০ রান। ম্যাচ সেরা হন আফিফ হোসেন।