শুরু হলো বিজয়ের মাস
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
আজ পহেলা ডিসেম্বর। শুরু হলো বিজয়ের মাস। বাঙালির ইতিহাসের এক স্মৃতি বিজড়িত মাস। যেই মাস এলে লাখো বাঙ্গালীর হৃদয়ে স্পন্দন জাগে।
মহান বিজয়ের মাসের প্রথম প্রহরে শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্জ্বলন ও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার দিবাগত রাত ১২টা এক মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সংগঠনের নেতাকর্মীরা শপথ বাক্য পাঠ করেন।