শুরু হয়েছে নির্বাচনের মনোনয়নপত্র যাচাইবাছাই
- আপডেট সময় : ০৫:৩৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / ১৮৬৭ বার পড়া হয়েছে
শুরু হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাইবাছাই। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ১৭ ডিসেম্বরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।
এবার ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ হাজার ৭৪১ জন প্রার্থী। অংশ নিচ্ছে ৩০টি দল। অনলাইনে ৩৬৯ জন নিবন্ধন করলেও জমা দিয়েছেন ২১ জন। প্রার্থীদের সুবিধার্থে ২১ কোটি টাকা খরচে একটি অ্যাপ তৈরি করে নির্বাচন কমিশন। নরসিংদীতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীকে পেটানোর হুমকি দেয়ায় জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমনকে শোকজ করা হয়েছে।
চট্টগ্রামের ১৬ আসনে ১২টি রাজনৈতিক দলের ১৫৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন ১৫১ প্রার্থী। সবচেয়ে বেশি প্রার্থী চট্টগ্রাম ২ আসনে ১৪ জন। সবচেয়ে কম চট্টগ্রাম-৬ আসনে, এখানে প্রতিদ্বন্দ্বী ৫ জন। এদিকে, চাঁদপুর-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তমের সাথে ভোটের মাঠে লড়তে আট জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এই আসনে মোট প্রার্থী ৯। আর চাঁদপুরের ৫টি আসনে নৌকার প্রতিপক্ষ ৩৮ জন।