শুধু রাজনৈতিক ভাবেই নয় কূটনীতিকভাবেও চরম ব্যর্থ সরকার : মোশাররফ
- আপডেট সময় : ০৮:১০:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ শুধু রাজনৈতিকভাবেই নয়, কূটনীতিকভাবেও চরম ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন। আর দেশের সম্পদ লুট করে আওয়ামী লীগ এবার মানচিত্র নিয়ে খেলছে বলে অভিযোগ করেছেন আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর বিএনপি পদযাত্রা কর্মসূচিতে এসব কথা বলেন তারা। গণঅভ্যুত্থান ঘটিয়ে সরকারের পতন ঘটানো হবে বলেও হুশিয়ারে দেন বিএনপি’র সিনিয়র নেতারা।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে রাজধানীতে পদযাত্রা করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে পদযাত্রা পূর্ব সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। আর বাসাবো বালুর মাঠে সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ।
নির্ধারিত সময়ের আগেই মিছিল নিয়ে সমাবেশে জড়ো হন হাজার হাজার নেতা-কর্মী। সমাবেশে বিএনপির সিনিয়র নেতাদের বলেন, আওয়ামী সরকারের অধীনে কোন নির্বাচন হতে দেয়া হবে না।
দলটির স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ গত ১৪ বছরে গণতন্ত্রকে হত্যা করেছে। শুধু রাজনৈতিক নয় কূটনীতিকভাবেও দেউলিয়া হয়ে গেছে তারা । দক্ষিণের পদযাত্রা বাসাবো বালুর মাঠ থেকে শুরু হয়ে মালিবাগ কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হবে। আর উত্তরের পদযাত্রা বাড্ডা হয়ে মালিবাগ আবুল হোটেল গিয়ে শেষ হয়।