গণপরিবহনে শুধু রাজধানী ঢাকায় শিক্ষার্থীদের হাফ পাস কার্যকরের ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতি। কিন্তু, এ সিদ্ধান্ত মানতে নারাজ শিক্ষার্থীরা। সারাদেশে গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবি করেছেন তারা। এদিকে, রাজধানীর রামপুরায় বাস চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। নগরীর রামপুরা, নিলক্ষেত, ধানমন্ডি এবং উত্তরা এলাকায় বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সিদ্ধান্ত মানতে নারাজ; সারাদেশের গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবি শিক্ষার্থীদের
মঙ্গলবার সকাল থেকেই নিরাপদ সড়কের দাবীতে রাজধানীর রামপুরা ব্রিজসহ আশপাশের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
একই সময়ে নিউমার্কেট, ধানমন্ডি ও মিরপুর সড়কও বন্ধ করে রাখে শিক্ষার্থীরা। গণপরিবহনে নিরাপত্তার দাবিসহ বিভিন্ন শ্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান, শিক্ষার্থীরা।
নিহত শিক্ষার্থী মঈনুল ইসলাম রামপুরা একরামুন্নেসা স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা অংশ নেয়। চা বিক্রেতা বাবার সাথে কাজে সহযোগিতা করে সে বাসায় ফেরার পথে সোমবার রাতে দুর্ঘটনার শিকার হয়।
প্রতিবাদে রামপুরা এলাকা সড়ক অবরোধ করে তার সহপাঠীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়ির লাইসেন্সও চেক করে। সড়কে আলাদা লেন করে ইমারজেন্সি গাড়িকে যেতে দেয় তারা।
এদিকে, শুধু রাজধানীতে হাফ পাস কার্যকরে হঠাৎ ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতি। সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
তবে, শুধু ঢাকায় হাফপাস কার্যকরের সিন্ধান্ত মানতে নারাজ শিক্ষার্থীরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।