শুক্রবার রওনক-তানহা তাসনিয়ার ‘তিনি আমার মা’
- আপডেট সময় : ০৫:২৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
- / ২০৭৩ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘তিনি আমার মা’। নাটকটি রচনা করেছেন আজম খান এবং পরিচালনা করেছেন সানজিদ খান প্রিন্স। এতে জুটি হয়ে অভিনয় করেছেন রওনক হাসান ও তানহা তাসনিয়া।
মমতাময়ী একজন মায়ের জীবন সংগ্রাম ও সন্তানের জন্য আত্মত্যাগের বিরল চিত্র ফুটে উঠেছে নাটকটিতে। এতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন মিলি বাশার। তিনি বলেন, ‘আজকাল তো জীবনধর্মী গল্প নিয়ে কাজ তেমন একটা হয় না। সে জায়গা থেকে ‘তিনি আমার মা’ নাটকটি করে তৃপ্তি পেয়েছি। একটি জীবনবোধের গল্প এখানে আছে। সংগ্রাম, আবেগ-অনুভূতি, ভালোবাসা ও মাতৃত্বের স্পর্শ আছে। আশা করি, দর্শকদের গল্পটি ভালো লাগবে।’
‘তিনি আমার মা’ নাটকে অভিনয় প্রসঙ্গে অভিনেতা রওনক হাসান বলেন, ‘গতানুগতিক ধারার বাইরের একটি গল্প এ নাটকে দেখতে পাবেন দর্শক। আমার বিশ্বাস এটি তাদের ভালো লাগবে।’
পরিচালক সানজিদ খান প্রিন্স বলেন, ‘আপাতদৃষ্টিতে ‘তিনি আমার মা’ গল্পটিকে অনেকটা সাদামাটা মনে হলেও এটি নির্মাণে আমাদের গোটা টিমকে অনেক বেগ পেতে হয়েছে। বিশাল গাড়িবহর ও টেকনিক্যাল টিম নিয়ে পুরো ঢাকা শহরের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত চষে বেড়িয়েছি। ব্যাপক যানজট ও জনজটের মধ্যে রাস্তাঘাটেই বেশিরভাগ শুটিং করেছি। অভিনেতা-অভিনেত্রীসহ পুরো টিম অনেক পরিশ্রম করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’
সিনান মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘তিনি আমার মা’ নাটকে আরও অভিনয় করেছেন মিলন চিশতী, হেলাল উদ্দিন পারভেজ, তানভীর তপু প্রমুখ। শুক্রবার (০৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় নাটকটি বেসরকারি টেলিভিশন এনটিভিতে প্রচার হবে।