শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
- / ১৬৪২ বার পড়া হয়েছে
ঢাকায় কুয়াশা ভেদ করে ঝলমলে রোদের দেখা মিলেছে। এদিকে, সারা দেশে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এরই মধ্যে তিন দিন পর বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ছানাউল হক মন্ডল এ তথ্য জানান। তিনি বলেন, দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তাপমাত্রা বেড়ে এখন হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। তিন দিন পর রাজধানীসহ সারাদেশে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ছানাউল হক মন্ডল জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।