শীতের দাপট বাড়ছে উত্তরাঞ্চলের জেলাগুলোতে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- / ১৬৯০ বার পড়া হয়েছে
শীত বাড়ছে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে। সেই সঙ্গে বেড়েছে ছিন্নমূল মানুষদের কষ্ট। শিশু ও বৃদ্ধদের জবুথবু অবস্থা। আগামী মাসের শীত আরো বাড়বে বইবে, শৈত্য প্রবাহ এমন আবহাওয়া আভাস দিলেন আবহাওয়া দপ্তর।
পৌষের শুরুতেই বেড়েছে শীতের তীব্রতা। হিমালয়ের কোলঘেষা জেলাগুলোতে পড়েছে কনকনে শীত। দিনের তাপমাত্রা সহনীয় থাকলেও রাতে হাড় কাঁপানো শীত। শীতের সঙ্গে ঘন কুয়াশা। আর কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাসে বাড়ছে ভোগান্তি। এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে।
শীতে কষ্ট পাচ্ছে শ্রমজীবী মানুষ। কর্মক্ষেত্রেও নেমে এসেছে স্থবিরতা। এবার গরম কাপড়ের দামও এবার বেশ চড়া।
জানুয়ারিতে শীত আরো বাড়বে জানিয়েছে আবহাওয়া অফিস।
এই শীতে বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান সবার।