শীতের কাঁপন রেখে বিদায় নিল পৌষ
- আপডেট সময় : ০৩:২১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
- / ১৬৪০ বার পড়া হয়েছে
প্রকৃতিতে শীতের কাঁপন রেখে বিদায় নিল পৌষ। আজ মাঘের পয়লা দিন। এ মাসেই শীত ঋতুর সমাপ্তি। শহরে ততটা তীব্র না হলেও গ্রামীণ জনপদে মাঘ এসেছে শীতের দাপট নিয়ে।
তবে সকাল থেকে সূর্যের দেখা পাওয়ায় দিনাজপুরে কমতে শুরু করেছে শীতের তীব্রতা। আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৬ শতাংশ।
কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ফেনীর জনপদ। সকাল থেকে কুয়াশার চাদরে আড়াল হতে থাকে প্রকৃতি। বেলা বাড়লেও কুয়াশার আধিক্য থাকায় বেশিরভাগ এলাকায় সূর্যের দেখা মেলেনি।
মাদারীপুরে শৈতপ্রবাহ আর ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। কুয়াশার চাঁদরে চারপাশ ঢাকা থাকায় স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটছে। গ্রামগঞ্জে হিমেল বাতাসের সাথে ঠান্ডা বেশি থাকায় কষ্ট বেড়েছে জনজীবনে।
সাতক্ষীরায় সকাল ৬টায় সাতক্ষীরায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।
দুই সপ্তাহের শৈত্য প্রবাহ শেষে চুয়াডাঙ্গায় ঝরছে বৃষ্টির মত কুয়াশা। সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশা আচ্ছাদিত ছিল। বেলা ১১ টার দিকে সুর্যের দেখা মিলেছে।
মানিকগঞ্জে শৈত প্রবাহের কারনে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতে বোরো বীজতলা নষ্ট হচ্ছে। সেই সাথে অন্যান্য ফষলী জমিও নষ্ট হচ্ছে। এতে কৃষকরা ক্ষতি গ্রস্ত হচ্ছে।