শীতকালে দ্বিতীয় ধাপে করোনা মোকাবেলায় সব ধরনের প্রস্ততি নিয়েছে সরকার

- আপডেট সময় : ০৮:৪৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন শীতকালে দ্বিতীয় ধাপে করোনা মোকাবেলায় সব ধরনের প্রস্ততি নিয়েছে সরকার। এছাড়া স্বাস্থ্যখাতে দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। মুজিববর্ষ উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন, উন্নত মানের চিকিৎসাসেবা এবং শিক্ষার সম্প্রসারণমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।
মজিববর্ষ উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন, উন্নতমানের চিকিৎসাসেবা এবং শিক্ষার সম্প্রসারণমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শীতকালীন করোনা মোকাবেলায় জনসমাগম এরিয়ে যে কোন ধরণের অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকতে জনগণকে পরামর্শ দেন।
যে দেশে ভ্যাকসিন উৎপাদন ভাল হবে সেটিকে অগ্রাধিকার দেয়ার প্রস্ততি নেয়া আছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি দাবি করেন, করোনা ভাইরাস আক্রান্তদের সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেয়া হয়েছে বলেই দেশের মৃত্যুর হার কম হয়েছে।