শিল্প-সমৃদ্ধ গাজীপুরে প্রতিদিন ৮ ঘন্টা লোডশেডিং
- আপডেট সময় : ০২:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
গাজীপুরে প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা লোডশেডিং হচ্ছে। বিদ্যুতের জোগান নেমে এসেছে চাহিদার অর্ধেকে। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন, বিপর্যস্ত জনজীবন। পাশাপাশি শিল্প–অধ্যুষিত এ জেলায় গ্যাস সংকটে বন্ধ হচ্ছে কলকারখানা।
এতে শ্রমিকদের বেকারত্বের ঝুঁকিতে বাড়ছে ক্ষোভ। বিদ্যুতের ওপর নির্ভরশীল ছোট ছোট উদ্যোক্তারা পড়েছেন মারাত্মক ক্ষতির মুখে।
জেলার পল্লী বিদ্যুৎ সমিতিগুলো থেকে পাওয়া হিসাব অনুযায়ী, কোনো এলাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ঘাটতির পরিমাণ অনেক।
গাজীপুর সিটি করপোরেশন, কালিয়াকৈর, কালীগঞ্জ ও জয়দেবপুর এলাকায় শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা বেশি ,তাই বিদ্যুতের চাহিদাও বেশি। বিদ্যুৎ ঘাটতির কারণে কারখানার উৎপাদন ব্যবস্থা ব্যাহত হচ্ছে।
বিদ্যুতের অভাবে বিপর্যস্ত জনজীবন , বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া।সেই সাথে স্বাস্থ্য খাতেও পড়েছে বিরুপ প্রভাব।
জেলায় ১৯২ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকায় এলাকাভিত্তিক ৭ থেকে ৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। খুব সহসা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না বলে জানায় বিদ্যুত বিভাগ।
কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অতিসত্বর বিদ্যুৎ সংকট থেকে মুক্তি চান গাজীপুরবাসী।