শিরোপা জয়ের আমেজ শেষ না হতেই অ্যাশেজ নিয়ে ব্যস্ত ক্রিকেট অস্ট্রেলিয়া
- আপডেট সময় : ০৮:১৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয়ের আমেজ শেষ না হতেই অ্যাশেজ নিয়ে ব্যস্ত ক্রিকেট অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে অজিরা। ১৫ সদস্যের দলে বড় চমক দুই বছর পর দলে ফেরা ওসমান খাজার অন্তর্ভূক্তি।
এছাড়া দলের জায়গা হয়েছে ঘরোয়া দাপুটে পারফর্ম করা ট্রাভিস হেডের। তবে, দলে জায়গা হয়নি ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দুর্দান্ত খেলে অস্ট্রেলিয়াকে টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতানো দুই তারকা ম্যাথু ওয়েড ও মিচেল মার্শের। পেস বিভাগে যথারীতি রয়েছেন তিন নির্ভরযোগ্য তারকা মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। হুট করে জেমস প্যাটিনসন অবসর নেয়ায় দলের চতুর্থ পেসার হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন মাইকেল নেসের ও ঝাই রিচার্ডসন। মূল স্পিনার নাথান লায়নের বিকল্প হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে মিচেল সোয়েপসনকে। অধিনায়ক টিম পেইন, ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথরা দলের অটোমেটিক চয়েজ। ব্রিসবেনে দুদলের প্রথম টেস্ট মাঠে গড়াবে ৮ ডিসেম্বর থেকে।