শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা।
একই সময়ে তারা চলমান ও আসন্ন সব পরীক্ষা স্থগিতাদেশ প্রত্যাহার এবং হল খুলে দেয়ার দাবি জানায়। সকাল ১১ টা থেকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। ধীরে ধীরে মানববন্ধনে উপস্থিতি বাড়ে। একপর্যায়ে নীলক্ষেত মোড় অবরোধ করে ফেলেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, চলমান পরীক্ষা নেয়াসহ অচিরেই হল, ক্যাম্পাস খুলতে হবে। তাদের মাত্র একটা পরীক্ষা বাকি আছে। এখন পরীক্ষা হবে না কেন? এত দিন কি করোনা ছিল না? এমন সব প্রশ্ন আন্দোলনকারী শিক্ষার্থীদের। বলছেন, পরীক্ষা স্থগিতের আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।















