শিক্ষানীতি নিয়ে সরকার কাজ করছে : শিক্ষামন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
শিক্ষানীতি নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। দুপুরে বিএনসিইউ সভাকক্ষে আন্তর্জাতিক শিক্ষা দিবস উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, শিক্ষার মান যুগপোযোগী করার পাশাপাশি শিক্ষার কারিকুলাম, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষাকে ব্যবহারিক ও বিশ্বমানের করতে বর্তমান সরকার কাজ করছে। ৭৫ এর পরর্বতী সময়ে দেশের গতিপথ যখন থামিয়ে দিয়ে ইতিহাস বিকৃতি করা হয়। তখন দেশের শিক্ষা ব্যবস্থাও ভেঙ্গে পরে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় জ্ঞান চর্চাসহ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।