শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগ থেকে ৫৫ কেজি স্বর্ণ গায়েব
- আপডেট সময় : ০৪:৩৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৪০ বার পড়া হয়েছে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের লকার থেকে ৫৫ কেজি স্বর্ণ গায়েবের ঘটনায় মামলা হয়েছে। বিমানবন্দর থানায় সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এরই মধ্য
শাহজালাল বিমানবন্দরের নিচ তলায় অস্থায়ী গুদামের ৫৪ কেজি স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দিচ্ছে ঢাকা কাস্টমস হাউস।
এর আগে রোববার কাস্টমস শুল্ক বিভাগ সূত্রে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজির বেশি স্বর্ণ খুঁজে পাওয়া যাচ্ছে না। যার মূল্যমান প্রায় ১৫ কোটি টাকা। মূলত এসব স্বর্ণ যাত্রীদের থেকে জব্দ করার পর কাস্টম হাউজের গুদামে রাখা হয়েছিল। তবে সে সময়ে কীভাবে এত স্বর্ণ চুরি হলো, সে বিষয়ে বিস্তারিত কিছু বলছেন না কাস্টমস কর্মকর্তারা। রোববার অফিস খোলার পর বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। পরে বিমানবন্দর থানায় অভিযোগ করে কাস্টমস কর্তৃপক্ষ। অভিযোগপত্রে গায়েব হওয়া স্বর্ণের পরিমাণ ৫৫ কেজির বেশি বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কাস্টমসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। এদিকে অপরাধীদের ধরতে গুদামের পাহারায় নিয়োজিত চার সহকারি রাজস্ব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছে কাস্টম। পাশাপাশি গুদামের আশপাশের সিসিটিভি ফুটেজও বিশ্লেষণ করা হচ্ছে।