‘শালা নাটক করতাসে’, সহকর্মীকে হত্যার পর কনস্টেবল কাউসার
- আপডেট সময় : ১২:২৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- / ২৬৮১ বার পড়া হয়েছে
রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে নিরাপত্তার কাজে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে আরেক পুলিশ সদস্য। এ ছাড়া জাপান দূতাবাসের এক গাড়িচালক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত পুলিশ সদস্য ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের কর্মরত ছিলেন বলে জানা গেছে। গতকাল রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যাকারী ওই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। তার নাম কাউসার। আর নিহত পুলিশ সদস্যের নাম মনির। তারা দুজনেই পুলিশের কনস্টেবল।কী কারণে কাউসার মনিরুলকে হত্যা করেছেন তা জানতে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। শনিবার দিবাগত রা আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে আইজিপি একথা বলেন। এসময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশ সদর দপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।