শার্শা ও বেনাপোল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ প্রতিরোধে সতর্কতা জারি

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
- / ১৮৪৬ বার পড়া হয়েছে
যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ প্রতিরোধে সতর্কতা জারি করেছে ৪৯ ও ২১ বিজিবি ব্যাটালিয়ন।
এরইমধ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ বন্দর এলাকাসহ স্থল ও রেলপথে বাড়ানো হয়েছে বিজিবির নজরদারি। সাধারণত বেনাপোলের-পুটখালী, গোগা, কায়বা, অগ্রভুলোট, রুদ্রপুর, দৌলতপুর, গাতিপাড়া, ঘিবা, সাদিপুর, বড় আঁচড়া, কাশিপুর ধাণ্যখোলা, রঘুনাথপুর, শিকারপুর ও হরিশ্চন্দ্রপুর সীমান্ত ব্যবহার করে অনুপ্রবেশ ঘটে। যশোর ব্যাটালিয়নের ৪৯ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, এসব সীমান্ত দিয়ে আওয়ামী লীগের কোন জনপ্রতিনিধি যেন অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ না করতে পারে, এজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।