শান্তিপূর্ণ ভোট কারচুপির জন্য সরকার ইভিএম চায় : জি এম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
শান্তিপূর্ণ ভোট কারচুপির জন্য সরকার ইভিএম চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ইভিএম নয় ব্যালেটের মাধ্যমেই নির্বাচনের দাবি জানান তিনি। বিকেলে রাজধানীর বানানী কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন জিএম কাদের।
জিএম কাদের বলেন, সরকারি দল ছাড়া সবাই ইভিএম এর বিপক্ষে। তবুও, একপক্ষীয় সিদ্ধান্ত নিচ্ছে ইসি। তিনি অভিযোগ করেন, দেশে সব অনিয়ম করছে ক্ষমতাসীনরা। এগুলোর বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহীতার মতো মামলাও দিচ্ছে তারা। জাপা চেয়ারম্যান বলেন, বিশ্ব বাজারে নিত্যপণ্যের দাম কমলেও দেশের বাজারে উল্টো বেড়ে চলছে। জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিও জানান তিনি। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই বলে কোনো দেশে বিনিয়োগ করতে চায় না বলে দাবি করেন জিএম কাদের।