শরীয়তপুরের জাজিরা-মাঝিকান্দি নৌপথে পরীক্ষামূলক ফেরী চলাচল শুরু
- আপডেট সময় : ০৫:৩৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম নৌপথ- শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের বিকল্প হিসেবে পদ্মা সেতু এড়িয়ে শরীয়তপুরের জাজিরার মাঝিকান্দি নৌপথে পরীক্ষামূলক ফেরী চলাচল শুরু হয়েছে।
দুপুরে কে-টাইপ ফেরী ‘কুঞ্জলতা’ ২১টি ছোট যানবাহন ও ২৪টি মোটরসাইকেল নিয়ে শিমুলিয়া ৩ নম্বর রো রো ফেরীঘাট থেকে মাঝিকান্দি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর এটি সফলভাবে আসা-যাওয়া করতে পারলে এ নৌপথে স্থায়ীভাবে ফেরী চলাচল করবে বলে বিআইডব্লিউটিসি সূত্র জানায়। গেল ৯ নভেম্বর থেকে সকাল ৬টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বাংলাবাজার নৌপথে ৪টি ফেরী সীমিত পরিসরে চলাচল করছে। এর আগে পদ্মায় স্রোতের মাত্রা বেড়ে যাওয়ায় ও পদ্মা সেতুর নিরাপত্তার কারণে গেল ১৮ আগষ্ট থেকে এ নৌপথে ফেরী চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে মাঝে এক সপ্তাহ শুধু দিনের বেলায় সীমিত পরিসরে ফেরী চলাচল শুরু হলেও তা আবারো বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।