শব্দ ও পরিবেশ দুষণ এবং নানা অনিয়মের কবলে পড়েছে লাউয়াছড়া

- আপডেট সময় : ০২:১২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
শব্দ ও পরিবেশ দুষণ এবং নানা অনিয়মের কবলে পড়েছে দেশের একমাত্র রেইনফরেষ্ট মৌলভীবাজারের লাউয়াছড়া। পরিবেশবাদিরা বলছেন,অচিরেই এসব বন্ধ না হলে এর অস্তিত্ব হুমকির মুখে পড়বে। বন বিভাগ বলছে, উচ্চ শব্দে মাইক বাজানো এবং বন্যপ্রাণীকে বিরক্তকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
পরিবেশ দুষণের কবলে পড়েছে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান। উচ্চ শব্দে মাইক বাজিয়ে করা হচ্ছে শব্দ দুষণ। বনের ভেতর ট্রেন ও যানবাহন চলাচল করায় চাপা পড়ে মারা যাচ্ছে বন্যপ্রাণী। ১২’শ ৫০ হেক্টর আয়তনের লাউয়াছড়া জাতীয় উদ্যানকে ১৯৯৬ সালে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করা হয়। ২৫ বছর পেরিয়ে গেলেও এর বাস্তবায়ন দেখা যাচ্ছে না। এখানে কিং কোবরাসহ ১৫০ থেকে ১৬০ প্রজাতির কয়েক হাজার সাপ আছে।
সাম্প্রতিক সময়ে ট্রেনের নিচে কাটা পড়ে ও গাড়ি চাপায় ১৫৫টি প্রাণী মারা গেছে। গেলো এক বছরে লোকালয়ে গিয়ে ধরা পড়েছে বানরসহ বিভিন্ন প্রজাতির সাপ ও অজগরসহ ৭৫টি প্রাণী। ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষন আইন অনুযায়ী, বনের ভেতরে গবেষণা কাজ ছাড়া প্রবেশ, গাছকাটা, উচ্চ শব্দে মাইক ব্যবহার,বন্য প্রাণীকে বিরক্ত করা ও পলিথিন ফেলা দন্ডনীয় অপরাধ।
অসেচতন ও লোভী মানুষ সব সময় বনের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেন, বন্যপ্রাণীবান্ধব স্বেচ্ছাসেবীরা।লাউয়াছড়াকে সংরক্ষিত বন ঘোষণা করলেও এর উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেন পরিবেশবিদরা।
বন্যপ্রাণীকে বিরক্তকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান, এই বন কর্মকর্তা। সরকারের কঠোর হস্তক্ষেপে পরিবেশ দুষনসহ সব অনিয়ম দুর হবে এবং লাউয়াছড়া তার আপন জৌলুস ফিরে পাবে বলে আশা করে প্রকৃতিপ্রেমীরা।