“শব্দত্রাস” নামে কর্মসূচির আয়োজন করেছে আরএফএলের বাইসাইকেল ব্র্যান্ড দূরন্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
অযথা গাড়ির হর্ণ বাজানো রোধে জনসচেতনতা সৃষ্টিতে “শব্দত্রাস” নামে কর্মসূচির আয়োজন করেছে আরএফএলের বাইসাইকেল ব্র্যান্ড দূরন্ত।
দুপুরে রাজধানীর বাড্ডায় আরএফএলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। তিনি বলেন, শব্দ দূষণ শুধু মানুষের শ্রবণশক্তির সমস্যা করে না, হ্নদরোগ-উচ্চ রক্তচাপও বাড়িয়ে দেয়। অনুষ্ঠানে দূরন্ত বাইসাইকেলের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম, সিনিয়র অপারেশন ম্যানেজার রবিন খাঁসহ প্রতিষ্ঠাটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।