শঙ্কা সত্যি করে নোভাক জকোভিচের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। ফলে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন জকোর খেলা নিয়ে আবারও দেখা দিয়েছে শঙ্কা।
করোনা টিকা না নেয়ায় এ নিয়ে দ্বিতীয়বারের মতো সার্বিয়ান তারকার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া। শুক্রবার দেয়া এ বিষয়ে এক বিবৃতিতে জোকোভিচের ভিসা দ্বিতীয় বারের মতো বাতিলের কথা নিশ্চিত করা হয়। যদিও এ সিদ্ধান্তের বিরুদ্ধে ফেডারেল সার্কিট ও পারিবারিক আদালতে আপিল করতে পারবেন জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গত সপ্তাহে মেলবোর্নে পা রাখার পর থেকে ভ্যাক্সিন বিড়ম্বনায় দেশটির সরকারের সঙ্গে বিরোধ চলছে বর্তমান চ্যাম্পিয়নের। আদালতের নির্দেশে এক পর্যায়ে হোটেলের বন্দীদশা থেকেও মুক্ত হোন জকো। তবে আইন সবার জন্য সমান– এমন যুক্তিতে ফের তার ভিসা বাতিল করা হলো।