শক্তিশালী সেনাবাহিনী তৈরিতে বর্তমান সরকার আন্তরিক : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যে কোন দুর্যোগ-দুর্বিপাকে সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ মিলিটারী একাডেমীর ৮৩তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সকালে চট্টগ্রামের ভাটিয়ারি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী আরো বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে একটি শক্তিশালী সেনাবাহিনী তৈরিতে বর্তমান সরকার আন্তরিক রয়েছে। আধুনিক সেনাবাহিনী গঠনের লক্ষ্যে এই সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। দীর্ঘ তিন বছর কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে ৮৩তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের ১২৩ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত এই অফিসারদের মধ্যে ১০২ জন পুরুষ ও ১৫ জন মহিলা। কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে ৫ জন ফিলিস্তিনি এবং একজন শ্রীলঙ্কান অফিসার রয়েছেন যারা স্ব স্ব দেশের সেনাবাহিনীতে যোগদান করবেন। এ বছর সব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার লাবিব জোহায়ের নূর আনান ‘সোর্ড অব অনার’ এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার এসএম জহিরুল ইসলামকে ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দীন আহমেদ, নৌ ও বিমান বাহিনী প্রধানসহ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।