শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইকুয়েডর
- আপডেট সময় : ১২:৫৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
- / ১৫৬০ বার পড়া হয়েছে
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইকুয়েডরের দক্ষিণাঞ্চল। এ পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। স্থানীয় সময় দুপুরে উপকূলীয় এলাকায় অনুভূত হয় কম্পন।
রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৮। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। বিধ্বস্ত হয়েছে রাস্তাঘাট-গাড়ি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে।প্রাণহানি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ‘এল ওরো’ প্রদেশ। উদ্ধারকাজ করছেন জরুরি বিভাগের কর্মীরা। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুয়েলারমো ল্যাসো। ইকুয়েডরবাসীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। জরুরি সহায়তা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট গুয়েলারমো ল্যাসো। তবে ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করেনি দেশটির কর্তৃপক্ষ। দেশটির একটি সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের এক ঘণ্টা পর দুটি আফটার শক অনুভূত হয়। পেরুর উত্তরাঞ্চলেও অনুভূত হয়েছে কম্পন। তবে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।