লড়াই করে আহত হয়ে দোকানে গিয়ে চিকিৎসা নিচ্ছে হনুমান
- আপডেট সময় : ১১:২৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / ১৫৬২ বার পড়া হয়েছে
লড়াই করে আহত হয়ে দোকানে গিয়ে চিকিৎসা নিচ্ছে হনুমান। ভারতের পশ্চিমবঙ্গে ঘটা এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
দুষ্টের শিরোমনি হনুমানের বুদ্ধি যে অন্য যে কোনো প্রাণীর চেয়ে বেশি তা বিজ্ঞানীরাও স্বীকার করেন। বানরের নানা দুষ্টুমি মানুষকে অতিস্ট করলেও কখনো কখনো অন্যায়ের বিচার কিংবা সাহায্য চাওয়ার নজিরও আছে। সম্প্রতি এমনই এক উদাহরণ মিলেছে ভারতের পশ্চিমবঙ্গে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পশ্চিমবঙ্গের মল্লারপুর স্টেশনে দুই হনুমানের মাঝে প্রচণ্ড লড়াই হয়। কিছুক্ষণ বাদে এদের একটি আহত অবস্থায় স্থানীয় ওষুধের দোকানে পৌঁছায়।
ওষুধ বিক্রেতা জানান, আহত হনুমানটি ইশারায় বোঝায় যে তার চিকিৎসা দরকার। কাউন্টারে উঠে বসে কোমরের নীচে ও শরীরের অন্য অংশের ক্ষতস্থানগুলো দেখাতেও থাকে সে।
ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করার পরেও ক্ষতস্থানগুলি বারবার দেখাতে থাকে হনুমানটি। ব্যথার জন্য হনুমানটি এমন করছে বুঝে বিক্রেতাও তাকে ব্যাথানাশক ওষুধ খাইয়ে দেন। চিকিৎসা নেয়া শেষ হলে বিক্রেতার কাঁধে হাত রেখে কৃতজ্ঞতা প্রকাশ করে কাউন্টার ত্যাগ করে হনুমানটি।