লোডশেডিং থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে ঘোরাতেই সংলাপ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার : ফখরুল
- আপডেট সময় : ০৯:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- / ১৬৫১ বার পড়া হয়েছে
লোডশেডিংয়ে ইস্যু থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই সংলাপ নিয়ে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিদ্যুতের জন্য বিলিয়ন-বিলিয়ন ডলার খরচ করা হয়েছে। সরকার জনগণের টাকা নিয়ে কোথায় কী করেছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। স্বস্তিকা সিংহের প্রতিবেদন।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে গণতন্ত্রের সংকট উত্তরণ প্রয়াসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক ব্যবস্থার বিপরীতে অবস্থান নিয়েছে ।
বিদ্যুৎ নিয়ে সরকারের বিভিন্ন সময়ে কর্মকান্ডের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও বিদ্যুৎ খাতের দুর্নীতিকে ভিন্নখাতে নিতে ক্ষমতাসীনরা বিভ্রান্ত ছড়াচ্ছে।
রাষ্ট্রকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে সবাইকে সাহসের সঙ্গে মোকাবিলা করার আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।