লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থপনার প্রতিবাদে বিক্ষোভ

- আপডেট সময় : ০৬:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
- / ১৫১০ বার পড়া হয়েছে
দেশব্যাপী লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থপনার বিরুদ্ধে ময়মনসিংহ ও বরিশালে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। এসময় রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান দলের নেতারা ।
সারাদেশে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দলীয় কার্যালয়ের পাশে মহানগর বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মহানগর শাখার যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ও অধ্যাপক শেখ আমজাদ আলীসহ আরো অনেকে।
লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থপনার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশে কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, ভূয়া, বানোয়াট ও ক্ষমতাহীন নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচন হবেনা। এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি’র ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল সদর রোডের দলীয় কার্যালয়ের সমাবেশে গিয়ে যোগ দেন।