লেবাননে শরণার্থী ক্যাম্পে বিস্ফোরণে নিহতদের জানাজায় গুলিতে নিহত ৪

- আপডেট সময় : ০৪:১৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
লেবাননের বন্দর শহর টাইরে একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে বিস্ফোরণে নিহতের জানাজার সময় গুলিতে চারজন নিহত হয়েছেন। গুলি চালিয়েছে প্রতিদ্বন্দ্বি গ্রুপ ফাতাহ সদস্যরা। নিহতরা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সদস্য ছিলেন।গুলিতে আরও ছয় জন আহত হন।
১০ ডিসেম্বর রাতে বুর্জ আল-শেমালি ক্যাম্পে বিস্ফোরণে ক্যাম্পের ভেতরে থাকা কয়েকজনের প্রাণহানি ঘটে। ক্যাম্পের ভেতর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কোনো অস্ত্র গুদামে এ বিস্ফোরণ ঘটে বলে জানানোর পর তদন্তের নির্দেশ দেন স্থানীয় এক বিচারক। পরে তা প্রত্যাখ্যান করে হামাস এক বিবৃতিতে জানায়, বৈদ্যুতিক ত্রুটি থেকে শুক্রবার রাতে ওই বিস্ফোরণটি ঘটে। ২০০৭ সালে জাতিসংঘের অধীনে অনুষ্ঠিত এক নির্বাচনে গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ মুভমেন্ট হামাসের কাছে পরাজিত হয়। এরপরই হামাস ও ফাতাহ পরস্পরের প্রতিদ্বন্দ্বি হয়ে ওঠে।