লিবিয়ার সমুদ্র উপকূলে ভেসে এলো ২৭ অভিবাসনপ্রার্থীর মরদেহ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
লিবিয়ার সমুদ্র উপকূলে ভেসে এলো ২৭ অভিবাসনপ্রার্থীর মরদেহ। রোববার নিথর দেহগুলো উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্ট। বিবৃতি অনুসারে, খোমস শহরের দুটি আলাদা এলাকা থেকে মিলেছে মরদহেগুলো।যার মাঝে রয়েছে দু’জন নারী এবং এক শিশু।
মরদেহগুলো রাখা হয়েছে স্থানীয় মর্গে।তাদের পরিচয় শনাক্তের পর দেশে ফেরত পাঠানোর বিষয়ে জাতিসংঘ এবং লিবীয় পুলিশের সহযোগিতা চেয়েছে রেড ক্রিসেন্ট। তাছাড়া জীবিত অবস্থায় তিনজনকে উদ্ধার করেছেন স্বেচ্ছাসেবীরা। ভুক্তভোগীদের জবানবন্দি অনুসারে, নৌকাডুবির কারণে প্রাণ হারিয়েছেন হতভাগ্য অভিবাসনপ্রার্থীরা। গেলো সপ্তাহেই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপ পাড়ি দেয়ার সময় প্রাণ হারান কমপক্ষে ১৬০ জন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম’র তথ্য অনুসারে, চলতি বছর নৌকাডুবিতে মৃত্যুবরণ করেছেন দেড় হাজারের বেশি মানুষ।