লিফট আমদানিতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না করলে, দেশের অবকাঠামো খাতে ক্ষতিকর প্রভাব পড়বে বলে জানিয়েছেন এলিভেটর, এসকেলেটর এন্ড লিফট ইম্পোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ–বেলিয়া সভাপতি এমদাদ উর রহমান।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তিনি এ কথা বলেন। করোনা পরবর্তীতে বিশ্ব বাজারে স্টিলের দাম বাড়ায় লিফটের ক্রয়মূল্য ২০ শতাংশের অধিক বৃদ্ধি পেয়েছে। ডলার সংকটের কারণে, এলসি মার্জিন ৫০ শতাংশে বেধে দেয়ায় প্রতিটি আমদানীকারক প্রতিষ্ঠান চরম আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছে। এমন পরিস্থিতিতে লিফট আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করায়, বিপর্যয়ের মুখে পড়বে অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ খাতটি।