লিওনেল মেসির ফেরার ম্যাচে গোল উৎসব করেছে পিএসজি। নিজেদের ঘরের মাঠে রোববার রাতের ম্যাচটি তারা রেইসের বিপক্ষে জিতেছে ৪-০ গোলের ব্যবধানে। সব ধকল কাটিয়ে অবশেষে লিগ ওয়ানের ম্যাচে মাঠে নামেন মেসি।
ম্যাচের শুরু থেকে আক্রমণে ব্যতিব্যস্ত রাখা হয় রেইম রক্ষণভাগকে। ৪৪তম মিনিটে প্রথম ঘরের মাঠের দর্শকদের আনন্দে ভাসান। মাউরো ইকার্দির শট রেইমসের রক্ষণ রুখে দিলেও ফিরতি চেষ্টায় জাল খুঁজে নিয়ে দলকে এগিয়ে দেন মার্কো ভেরাত্তি। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারী পিএসজি। মাঠে নেমেই দলের তৃতীয় গোলে অবদান রাখেন মেসি। বাঁ পাশ থেকে মার্কো ভেরাত্তিকে কাটব্যাক করেছিলেন তিনি, তা থেকে ইতালিয়ান মিডফিল্ডারের শট স্বাগতিক ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে চলে যায় জালে। এমবাপ্পের বাড়ানো বলে দারুণ এক শটে গোল করে বসেন দানিলো পেরেইরা। তাতেই ৪-০ গোল নিয়ে মাঠ ছাড়ে ফরাসি জায়ান্টরা। করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। ফিট না হওয়ায় ছিলেন না নিজ দেশের বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে।