লা লিগার শিরোপা পূনরুদ্ধার করলো বার্সেলোনা
- আপডেট সময় : ০৮:২৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- / ১৭৯১ বার পড়া হয়েছে
লা লিগার শিরোপা পূনরুদ্ধার করলো বার্সেলোনা। লিওনেল মেসির বিদায়ের পর যা প্রথম। এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়ে চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হলো কাতালান ক্লাবটি। বার্সার ২৭তম লিগ শিরোপা জয়ের রাতে জোড় গোল করে স্পটলাইটে রবার্ট লেভানদোভস্কি।
লিওনেল মেসি চলে যাওয়ার পর যেন পথ হারিয়ে ফেলে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতার পাশাপাশি টানা তিন মৌসুমে লিগ শিরোপা জিততে পারেনি কাতালান ক্লাবটি। অবশেষে সেই আক্ষেপ ঘোচালো বার্সা।
যার নেপথ্য কারিগড় একজন জাভি হার্নান্দেজ। যিনি ২০২১ সালে বার্সার দায়িত্ব নিয়েই দলকে বদলে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কথা রাখলেন জাভি, তিন মৌসুম পর শিরোপার মুখ দেখলো বার্সেলোনা। তাও আবার চার ম্যাচ হাতে রেখে।
এস্পানিওলকে হারালেই ২৭তম লিগ শিরোপা জিতবে বার্সেলোনা। এমন ম্যাচে রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলে প্রতিপক্ষদের ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে জাভির শিষ্যরা। ১১ মিনিটে গোল উৎসবের শুরুটা করেন রবার্ট লেভানদোভস্কি। ২০ মিনিটে ব্যবধান বাড়ে আলেজান্দ্রো বালদের গোলে।
প্রথমার্ধেই স্কোরলাইন ৩-০ করে বার্সা। গোলের জোড়া পূর্ণ করেন পোলিশ ফরোয়ার্ড। ৫৫ মিনিটে জুলেস কুন্দের গোলে ব্যবধান আরও বাড়ে কাতালানদের। তবে, এরপরই দৃশ্যপটে এস্পানিওল। দুই গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত। যদিও শেষ পর্যন্ত তা বার্সেলোনার শিরোপা উৎসবে বাধা হতে পারেনি। বার্সার স্বপ্নের রাতে এলচের কাছে ১-০ গোলে হেরে টেবিলের দুইয়ে ওঠার সুযোগ হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।