লাহোর পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন ইমরান খান

- আপডেট সময় : ০৪:২৭:০০ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- / ১৯৫৮ বার পড়া হয়েছে
আদালতের নির্দেশ অমান্য করে বাসভবনে ভাঙচুর চালানোয় লাহোর পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়া আগামী বুধবার ‘মিনার–ই–পাকিস্তান’ নামে বিক্ষোভ কর্মসূচি পালন করবে তার দল পিটিআই।
ভিডিও বার্তায় অভিযোগ করে ইমরান খান জানান, রাজধানী ইসলামাবাদে মামলার হাজিরা দিতে যান তিনি। সেই সুযোগে বুলডোজার দিয়ে তার জামান পার্কের বাড়িতে ভাঙচুর চালানো হয়। তল্লাশির নামে নৈরাজ্য সৃষ্টি করে সরকারের পেটোয়া বাহিনী। বেধড়ক মারপিট করা হয় দলীয় নেতাকর্মীদের। যা কোনভাবেই গণতান্ত্রিক রাষ্ট্রের পরিচয় বহন করে না। বিষয়টি নিয়ে লাহোর হাইকোর্টে অভিযোগ দায়ের করা হবে, বলে হুঁশিয়ারি দেন ইমরান। একইসাথে জানান, বুধবার নির্বাচনী প্রচারণার উদ্দেশে লাহোরে শুরু হবে রেলি। সরকারের দমনপীড়নের সামনে রুখে দাঁড়াবে পিটিআই।
আলোচিত তোষাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। বিষয়টি কেন্দ্র করেই পাকিস্তানের রাজনীতিতে উত্তেজনা এখন তুঙ্গে।