লালমনিরহাটে পিটিয়ে ও মরদেহ পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামী ৫ দিনের রিমাণ্ডে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
লালমনিরহাটের বুড়িমারীতে গুজব ছড়িয়ে মানসিক ভারসাম্যহীন শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও মরদেহ পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামী আবুল হোসেনের ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে, এ ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হলো।
মামলার প্রধান আসামী আবুল হোসেনকে সকালে আদালতে হাজির করে পুলিশ ৫ দিনের রিমান্ড চাইলে, আদালত ৫ দিনেরই রিমান্ড মঞ্জুর করে। জেলা জজ আদালতের বিচারক ফেরদৌসী বেগম এই আদেশ দেন। গেল ২৯ অক্টোবর বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে গুজব ছড়িয়ে নৃশংস এ ঘটনা ঘটানো হয়।