লাভজনক হওয়ায় নীলফামারীতে তিলের চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
লাভজনক হওয়ায় নীলফামারীতে তিলের চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, তিল চাষ আবাদি জমিতে জৈব ঘাটতি পুরণ করছে। এটি কৃষকের জন্যও শুভ।
চৈত্র মাসের মাঝামাঝি আলুর মৌসুমের শেষ থেকে আমন চাষের আগ পর্যন্ত তিন মাস নীলফামারীর উঁচু জমিগুলো মোটামুটি পতিত পড়ে থাকে। এই সময়টুকুতে রাসায়নিক সারের ব্যবহারে দূর্বল হয়ে পড়া জমির উর্বরা শক্তি ফেরাতে, সদর উপজেলার লক্ষীচাপে অল্প ক’জন কৃষক তিলের চাষ শুরু করে। সার, সেচ তেমন কিছুই লাগেনা এতে। ধীরে-ধীরে এক গ্রাম থেকে অন্য গ্রামে তিল চাষের পরিধি বাড়ছে।
জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা বলছেন, তিল চাষে জমির জৈব ঘাটতি পুরণ হচ্ছে। নীলফামারী জেলায় এবছর ৭ মেট্রিক টন তিল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।