লাখো ভক্তের মন ভেঙে রাশমিকা বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
রাশমিকা মান্দানা….যিনি ইতোমধ্যে সাড়া ফেলেছে দক্ষিণী সিনেমায়। সর্বশেষ ‘পুষ্পা: দ্য রাইজ’এ অভিনয় করে বক্স অফিসে ঝড় তুলেছেন ভারতের এই বিউটি কুইন। আল্লু অর্জুন অভিনীত এ ছবির বাম্পার সাফল্যে রাশমিকার জনপ্রিয়তা এখন আকাশচুম্বি।
টালিউড পাড়ায় গুঞ্জুন ,লাখো ভক্তের মন ভেঙে রাশমিকা বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে! দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গে ঘর বাঁধতে চলেছেন তিনি। তবে কবে বিয়ে তা এরিয়ে গেছেন দুজনই। বলেছেন আপাতত ক্যারিয়ারে মন দিতে চান । বিয়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিজয় টুইটে বলেছেন, “এটা যথাযথাই বাজে কথা ।এখন রশ্মিকা-বিজয়ের বিয়ের খবর শুধুই গুজব নাকি আড়ালে চলছে বিয়ের প্রস্তুতি, এমনটাই প্রশ্ন তাদের ভক্ত অনুরাগীদের মাঝে।