লাইসেন্স ছাড়াও ৭৫ টি ক্ষেত্রে নতুন ফি আদায় করছে বিআরটিএ
- আপডেট সময় : ০২:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
বছরের শুরুতেই নতুন হারে ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের নিবন্ধন ও ফিটনেস সনদসহ ৭৫টি পরিষেবার ফি আদায় শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আজ রোববার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিএ’র পরিচালক ও মুখপাত্র শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী।
অবশ্য এর আগে ২৭ ডিসেম্বর একটি গেজেটে সড়ক পরিবহন আইন-২০১৮ বিধি জারি করে সরকার। যার পরেই পরিষেবা ফি বাড়ানো হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাড়তি পরিষেবা ফি’র সঙ্গে সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তিদের সহায়তায় তহবিলের জন্য একটি সুনির্দিষ্ট অর্থ দিতে হবে পরিবহন মালিকদের।
এর মধ্যেই ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের নিবন্ধন ও ফিটনেস সনদের মতো ৭৫টি সেবার ফি সর্বোচ্চ ২৩৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।
অন্যদিকে বিআরটিএ মোটর ওয়ার্কশপের নিবন্ধন ও কন্ডাক্টরদের লাইসেন্সসহ ৯টি পরিষেবার ওপর নতুন করে ফি বাসানো হয়েছে।
বর্তমান নিয়ম অনুযায়ী, বাস, ট্রাক, লরি ও আরটিকুলেটেড লরির মালিকরা তহবিলে বছরে ১ হাজার ৫০০ টাকা করে দেবেন। যা মিনিবাস, মিনিট্রাক ও পিকআপের জন্য ৭৫০ টাকা; গাড়ি, এসইউভি ও মাইক্রোবাসের জন্য ৫০০ টাকা এবং থ্রি হুইলারের জন্য ৩০০ টাকা।
১০০ সিসি পর্যন্ত ৩ চাকার পরিবহনের নিবন্ধন ফি ৬৩৫ টাকা থেকে বেড়ে ১ হাজার টাকা হয়েছে। ১০০ সিসির চেয়ে বেশি সক্ষমতার সব ৩ চাকার পরিবহনের ক্ষেত্রে নিবন্ধন ফি ১ হাজার ১৫০ থেকে বেড়ে ১ হাজার ৮০০ টাকা হয়েছে।
এছাড়া ১০০ সিসি সক্ষমতার মোটরসাইকেলের নিবন্ধন ফি ২ হাজার টাকা এবং ১০০ সিসির চেয়ে বেশি সক্ষমতার মোটরসাইকেলের নিবন্ধন ফি ৩ হাজার টাকা। যা অপরিবর্তিত থাকবে।
অন্যদিকে শারীরিক প্রতিবন্ধীদের জন্য নির্মিত বিশেষ পরিবহনের নিবন্ধন ফিও ২৫ টাকা থেকে বাড়ানো হয়নি।
এদিকে ড্রাইভিং স্কুলগুলোকে লাইসেন্সের জন্য ১৫ হাজারের পরিবর্তে ২৩ হাজার টাকা দিতে হবে। আর প্রশিক্ষকের লাইসেন্স ফি ৭৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ২ হাজার টাকা।