লন্ডন ফেরত যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক
- আপডেট সময় : ০২:১৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্তের পর লন্ডন ফেরত যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করেছে সরকার। এখন থেকে এই নিয়ম মানবে সিলেট প্রবাসীরা। তাদের জন্য সিলেটে এখন প্রস্তুত দু’টি হোটেল। আর বিনাখরচে যারা আইসোলেশনে থাকতে চান, তাদের ঠাঁই হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। সব ধরনের ঝুঁকি এড়াতে প্রশাসনকে কঠোর থাকার আহ্বান সচেতন মহলের।
যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগই সিলেটের। সিলেটে গত একমাসে যুক্তরাজ্য থেকে প্রায় দেড় হাজার যাত্রী এসেছেন। বিমান বাংলাদেশের সপ্তাহের দুটি ফ্লাইটই পরিচালিত হয় সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে।
এদিকে যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেইন ভাবিয়ে তুলেছে পুরো বিশ্বকে। এমতাবস্থায় যুক্তরাজ্য থেকে প্রবাসীরা দেশে ফেরায় বাড়ছে ঝুঁকি। করোনা নেগেটিভ সনদ থাকলেও ভাইরাসের বাহক হতে পারেন অনেক যাত্রী, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে সিলেট অঞ্চলে করোনা সংক্রমণের ঝুঁকিও বেড়ে গেছে।
যুক্তরাজ্য থেকে আগত যাত্রীদের নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।নির্দেশনা দিয়ে প্রস্তুত করা হয়েছে সিলেটের বিভিন্নমানের কয়েকটি হোটেল। আর যারা কোয়ারেন্টিনের খরচ দিতে পারবেন না তারা থাকবেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে।
কূটনৈতিক ও অর্থনৈতিক কারণে এ মুহূর্তে বিমান চলাচল বন্ধ করা সম্ভব না হলেও, ঝুঁকি এড়াতে প্রশাসনের কঠোর ভূমিকা রাখার প্রতি আহবান সচেতন মহলের।
এদিকে, আগামী ২৩ ও ৩০ জানুয়ারি সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।