লজ্জার হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
- / ১৯৫৪ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি সিরিজে লজ্জার হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান। পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৪২ রানে হারিয়েছে শাহীন আফ্রিদির দল।
ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। শুন্য রানে সাঝঘরে ফেরেন ওপেনার হাসিবুল্লাহ খান। পরে দ্বিতীয় উইকেটে বাবর আজম ও মোহাম্মাদ রিজওয়ানের ৫৩ রানের জুটিতে ম্যাচে ফেরে পাকিস্তান। তবে ১৩ রানে বাবর ফিরলে রিজওয়ানকে সঙ্গে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন ফখার জামান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানের সংগ্রহ পায় পাকিস্তান। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান আসে রিজওয়ানের ব্যাট থেকে। আর ৩৩ রান করেন ফখার। জবাবে ব্যাট করতে নেমে পাক বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। তবে এ ম্যাচ হারলেও ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে কিউইরা।